প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১:৩১ পি.এম
রায়পুরে জমি বিরোধে নারীসহ ৩ জনকে মারধর ও লুটপাট, গ্রেফতার-১

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীসহ তিনজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগে কাঞ্চন বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার উত্তর রায়পুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুরে ৩নং চরমোনার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর রায়পুরের ঠাউদ্দার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। একই বাড়ির সুমন ও কাঞ্চন বেগমসহ ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। এসময় তারা ৮টি সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৯ লাখ টাকা) লুট করে নিয়ে যায়।
হামলায় তিনজন গুরুতর আহত হন এবং দুই নারীর শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। খবর পেয়ে ভুক্তভোগীরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, “ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে কাঞ্চন বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin