প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১:২৯ পি.এম
নোয়াখালীতে দুই ফিলিং স্টেশনে ওজনে কারচুপি, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নোয়াখালীর সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজন কারচুপির প্রমাণ মেলে।
ঘটনার সময় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা অপরাধের বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল ভোরের বাণীকে বলেন, “উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। তাদের সতর্ক করা হয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin