প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১:২০ পি.এম
রোভার স্কাউটের উদ্যোগে পোল মাংকি ব্রীজ তৈরি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন খালে একটি পোল মাংকি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় এবং সকাল ৯টার মধ্যে সম্পন্ন হয়। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করেন রোভার ইন-কাউন্সিলের সভাপতি রোভার অনিক কুমার সাহা। নির্মাণে অংশ নেন রোভার স্কাউট দলের সদস্যরা।
ব্রিজ উদ্বোধন করেন গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা তৌফিক এলাহীসহ অন্যান্য শিক্ষক ও স্কাউট সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে মো. মজনুর রশিদ বলেন, "স্কাউট তথা রোভার স্কাউট হলো একটি বিশ্বব্যাপী আন্দোলন যা তরুণদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। মুক্ত প্রাঙ্গণে কাজের মাধ্যমে স্কাউটরা নানা ক্ষেত্রে দক্ষতা অর্জন করে এবং সমাজ সেবা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।"
উল্লেখ্য, পোল মাংকি ব্রিজ স্কাউটদের একটি গুরুত্বপূর্ণ পাইওনিয়ারিং প্রজেক্ট। এটি সাধারণত বাঁশ ও দড়ি দিয়ে তৈরি হয় এবং নির্মাণে ডায়াগোনাল ল্যাশিং, স্কয়ার ল্যাশিং, ফিগার অব এইট ও পোল এন্ড সেম্বার ল্যাশিংয়ের মতো বিশেষ কৌশল ব্যবহার করা হয়। এই ধরনের ব্রিজ গ্রামীণ এলাকা বা খাল-বিল পারাপারে বিশেষভাবে কার্যকর।
এই উদ্যোগ গোবিপ্রবির শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে যেমন সহজ করবে, তেমনি স্কাউট সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ করে দেবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin