নড়াইল: নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পূবালী ব্যাংকের ২৪২তম উপ-শাখা। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক শেখ মো. সামছুদ্দোহা।
পূবালী ব্যাংক নড়াইল শাখার সহকারী ব্যবস্থাপক কে.এম. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফরিদ আহম্মেদ এবং রূপগঞ্জ উপ-শাখা প্রধান বিএম মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী হুমায়ুন কবীর, রেজাউল আলম, বিএম রফিকুল ইসলাম ও তোফায়েল আহম্মেদ।
বক্তারা বলেন, ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও দক্ষ ব্যবস্থাপনার কারণে পূবালী ব্যাংক বর্তমানে দেশের অন্যতম মুনাফাবান ব্যাংক। সুশাসন, আধুনিক সেবা ও গ্রাহকবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে ব্যাংকটি দেশের আর্থিক খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। গ্রাহকদের সন্তুষ্টি বাড়াতে স্টাফদের বিনয়ী আচরণ ও সেবার মান উন্নয়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উপ-শাখার কার্যক্রম শুরু করেন। এসময় নড়াইল মডেল মসজিদের ইমাম এইচএম জাকারিয়া হোসাইন বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে ব্যাংকের সমৃদ্ধি ও গ্রাহকদের কল্যাণ কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, ঠিকাদারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন উপ-শাখার উদ্বোধন নড়াইলের ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করবে বলে আশা করা হচ্ছে।