প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি আকস্মিক অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি দল এ অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য ও ফাইল প্রসেসে ইচ্ছাকৃত বিলম্বের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক সদর দপ্তরের অনুমোদনে গোপালগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদক কর্মকর্তারা বিভিন্ন সেকশন ঘুরে দেখেন, নথি যাচাই করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। তারা পাসপোর্ট আবেদন প্রক্রিয়া, ফি প্রদানের রসিদ ও ডেলিভারি সময়সীমা সম্পর্কেও খোঁজখবর নেন।
দুদক কর্মকর্তারা জানান, সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বা হয়রানির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে দুদকের অবস্থান জিরো টলারেন্স এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
এ সময় পাসপোর্ট অফিসে উপস্থিত সাধারণ মানুষ দুদকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের তদারকি হলে দালালচক্র ও দুর্নীতি অনেকটাই কমে যাবে।
অভিযানে দুদকের সহকারী পরিচালক, উপপরিচালকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।