প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৬:৩৬ এ.এম
শেরপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর পৌরসভাধীন ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ১টায় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আশিক খান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফরহাদ কীটনাশক এন্ড বীজ ভান্ডারে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশকসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও উন্মুক্ত কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে বালাইনাশক আইন ২০১৮ এর ২৯ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দকৃত আলামত কৃষি অফিসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন,কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin