নেত্রকোণায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ ও সনদপত্র বিতরণ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিজিবি ক্যাম্পের সামনে থেকে সাকুয়া যুব ভবন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। র‌্যালিতে অংশ নেন বিভিন্ন যুব সংগঠন, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা।
র‌্যালি শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কমপ্লেক্স প্রাঙ্গণে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে উপ-পরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি যুব সমাজকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান। সভা পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।
সভায় বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাউদ্দিন আহমেদ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, যুব সংগঠক ও এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসনাত জনি, উদ্যোক্তা আসাদুল্লাহ রিয়াদ ও আসমা আক্তার বিথি।
অনুষ্ঠানে ১৪ জন যুব উদ্যোক্তার মাঝে মোট ১৩ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। এছাড়া ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এসব কার্যক্রম যুব সমাজকে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
দিনের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশনা করেন। এভাবেই নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় নেত্রকোনার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।