জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নড়াইল জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আছর নামাজের পর পুরাতন জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে র্যালির সমাপ্তি ঘটে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
র্যালির পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা আমির মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্বাস আলী, জামায়াত নেতা শরিফুল ইসলাম ও ফারুক হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় হুমকি মাদক। মাদক কেবল একজন মানুষকে নয়, পুরো পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই যুব সমাজকে এই ভয়ঙ্কর আসক্তি থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। মাদকের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
সভায় আরও বলা হয়, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের লক্ষ্য জাতিকে বিভক্ত করা এবং উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করা। বক্তারা স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে দেশের সংকটময় মুহূর্তে তারা যেমন ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রয়োজনে আবারও সেই সাহস ও দৃঢ়তা নিয়ে মাঠে নামবেন। আবু সাঈদ মুগ্ধের মতো দেশপ্রেমিক যুবকদের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।
এদিনের কর্মসূচি মাদক ও ষড়যন্ত্রমুক্ত, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।