প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১:১৫ পি.এম
ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে একটি বিশেষ গোষ্ঠী আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বাঙালি ফুটবল কিংবদন্তি আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ কথা বলেন।
জাতির প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, ‘নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, এবং নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করবে। কিন্তু মনে হচ্ছে, এই নির্বাচনকেও নানা ধরনের কুটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশে পতিত ফ্যাসিবাদ পালিয়ে গিয়ে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সর্বশেষ বিচার জনগণের, যারা বিচার করবে কারা ফ্যাসিবাদের সহচর হিসেবে কাজ করছে।’
রিজভী আরাফাত রহমান কোকোর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘দেশে সুস্থ ও স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকলে এমন অকাল মৃত্যু হত না। কোকোর জানাজায় হামলার দৃশ্য শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ ভুলবে না।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin