ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় আওরাবুনিয়া ইউনিয়ন থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শৌলজালিয়া, কাঁঠালিয়া সদর, আমুয়া, পাটিখালঘাটা ও চেচরীরামপুর হয়ে বীণাপাণি বাজারে গিয়ে শেষ হয়।
পথে কচুয়া বাজার, কাঁঠালিয়া সদর বাসস্ট্যান্ড, আমুয়া বন্দর, পাটিখালঘাটার মরিচবুনিয়া বাজার, চেচরীরামপুর ও বীণাপাণি বাজারে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিএনপির রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র রক্ষায় দলীয় ঐক্যের আহ্বান জানান।
পথসভায় বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা গোলাম আজম সৈকত, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, নিউইয়র্ক দক্ষিণ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থান দিবস কেবল ইতিহাসের অংশ নয়, এটি গণতন্ত্রের প্রতি জনগণের অঙ্গীকারের প্রতীক। তারা দাবি করেন, বিএনপি জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকবে এবং যে কোনো আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।
শোভাযাত্রা ও পথসভায় শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ কাঁঠালিয়া উপজেলা জুড়ে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য তৈরি করে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের আয়োজন বিএনপির মাঠপর্যায়ের কর্মীদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।