নীলফামারী পৌরসভার ১০ কর্মীর মাঝে বাইসাইকেল বিতরণ

নীলফামারী পৌরসভার কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সেবা প্রদানে গতিশীলতা আনতে ১০ জন কর্মীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পৌরসভার মাঠ পর্যায়ের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নীলফামারী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কর্মীদের হাতে বাইসাইকেল তুলে দেন। তিনি বলেন, “কর্মীরা সময়মতো দায়িত্বে পৌঁছাতে এবং সেবা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে এই বাইসাইকেল বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।
বক্তারা জানান, এই বাইসাইকেল কর্মীদের সময়নিষ্ঠা ও দায়িত্ব পালনে সহায়তা করবে। পাশাপাশি পৌরসভার সেবা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দ্রুততর করবে। এতে শহরের নাগরিকরা আরও উন্নত ও সময়মতো সেবা পাবেন।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “আমরা চাই জনগণ দ্রুত সেবা পাক। কর্মীদের চলাচল সহজ হলে কাজের গতি বাড়বে, যা সরাসরি নাগরিক সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, আধুনিক সেবা ব্যবস্থার জন্য মাঠ পর্যায়ের কর্মীদের চলাচলের সুবিধা অত্যন্ত জরুরি, আর বাইসাইকেল তা নিশ্চিত করবে।