সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বাল্যবিবাহ, যৌতুক ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এক ব্যতিক্রমী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ। প্রকল্পটি জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েল্থহাঙ্গারহিলফে-এর অর্থায়নে পরিচালিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, আনন্দ ও প্রেরণা সংস্থার কর্মীরা, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলামসহ শতাধিক সাধারণ মানুষ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাল্যবিবাহ, যৌতুক এবং বহুবিবাহের মতো সামাজিক সমস্যার ওপর ভিত্তি করে পরিবেশিত নাটক। স্থানীয় শিল্পীরা জীবন্ত অভিনয়ের মাধ্যমে এসব সমস্যার ভয়াবহতা ফুটিয়ে তোলেন, যা দর্শকদের গভীরভাবে নাড়া দেয়।
নাটকের পাশাপাশি পরিবেশিত লোকসংগীত অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সংগীতের মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তাগুলো সহজে ও আনন্দমুখরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুধু সামাজিক সমস্যাই নয়, জলবায়ু সহনশীলতার গুরুত্বও তুলে ধরা হয়। আয়োজকদের মতে, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি মোকাবিলা না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
উপস্থিত দর্শকরা জানান, নাটক ও লোকসংগীতের মাধ্যমে সচেতনতার এই প্রয়াস তাঁদের মনে দাগ কেটেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ ধরনের উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।
এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি সুস্থ, স্থিতিস্থাপক ও সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।