প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১০:৫০ এ.এম
শিবচরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইউনিয়ন কর্মশালা।
“ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালার মূল বিষয় ছিল “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ”।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাকির হোসেন হায়দার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আমিনুল হক।
শুরুতে পরিচয় পর্ব ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন।
এরপর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) জনাব মাহফুজুল ইসলাম প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের গুরুত্ব, প্রত্যাশা ২ প্রকল্পের কার্যক্রম এবং বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি জানান, বিদেশ ফেরতদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে স্থিতিশীল করার জন্য এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
চেয়ারম্যান জনাব জাকির হোসেন হায়দার বলেন, “ব্র্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, যা দেশ ও মানবতার সেবায় অসামান্য অবদান রেখে চলেছে। আজকের সভার মাধ্যমে ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলাম। মাঠ পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে যে এমন সুন্দর ও পরিকল্পিতভাবে কাজ করা যায়, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্থানীয় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ভবিষ্যৎ কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin