নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়ার কাদের শিকদারের ছেলে। তার পিতা কুয়েত প্রবাসী।
স্থানীয় মুফতি এম হেদায়েত হোসাইন জানান, সকাল ১০টার পর রাকিব প্রতিবেশী ওলিয়ার রহমানের নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে। এ সময় বৃষ্টিতে ভেজা গাছের ডগা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে তার পা ভেঙে যায় এবং বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস বলেন, “বেলা ১১টা ৩৯ মিনিটে রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।”
হবখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম হাসান জানান, সকালের দিকে প্রতিবেশীর নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন রাকিব। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা অকালপ্রয়াত রাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ এলাকায় গাছে ওঠা ও নারিকেল বা খেজুর পাড়া এখনো অনেকের জীবনের অংশ হলেও, নিরাপত্তার ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন দুর্ঘটনায় বহু মানুষ আহত কিংবা প্রাণ হারাচ্ছেন।