প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৮:৩১ এ.এম
সরাইলে জমিয়তে উলামায়ে ইসলামের অফিস উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শাখা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব শনিবার বিকেলে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা সদরের হাসপাতাল মোড়ে উচালিয়াপাড়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় স্থাপিত এই নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রায়হান উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (লাল বাদশা) ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রীস মোহাম্মদ খান।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, সরাইল উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি নাজমুল হাসান আনসারীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, এ অফিস হবে জনসেবার কেন্দ্র এবং রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।
উপস্থিত স্থানীয় জনসাধারণ জানান, নতুন অফিস স্থাপনের ফলে দলীয় কার্যক্রম সমন্বয় করা সহজ হবে এবং দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও সুসংহত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin