প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৬:৪২ এ.এম
বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
এছাড়া ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, অনুষদের বিভিন্ন বিভাগের প্রধান এবং ডিন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের হাতে অনুষদ পরিচিতিমূলক বই ও ফুল তুলে দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজেদের স্বপ্ন, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বর্তমানে কৃষি একটি নন-প্রফিটেবল সেক্টরে পরিণত হয়েছে। কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক চাষাবাদ থেকে সরে যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় কৃষি প্রকৌশলীদের এগিয়ে এসে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে কৃষি প্রকৌশলীরা কৃষকদের নানা প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন। তবে আমাদের আরও কার্যকর, সাশ্রয়ী ও সহজলভ্য প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা সরাসরি কৃষকের উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান সময় সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষাজীবন শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ করতে হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin