প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৬:৩৯ এ.এম
সরকারি নাজমুল স্মৃতি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘নবযাত্রা’ অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) প্রথম বর্ষের ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যৎকে সামনে রেখে সরকারি নাজমুল স্মৃতি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘নবযাত্রা’ অনুষ্ঠান।
রবিবার (১১ আগস্ট) সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম ও জেসমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান। নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন কয়েকজন শিক্ষার্থী, যেখানে তারা কলেজ জীবনের নতুন যাত্রা নিয়ে তাদের আশা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল বাসার, আমন্ত্রিত অতিথি উন্নত জাতের ধানের উদ্ভাবক মো. সেন্টু হাজং, নালিতাবাড়ী শহীদ আব্দুল রশিদ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ এবং অতিথি মো. সেকান্দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম। বক্তারা নবীন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে সাহস, অধ্যবসায় এবং দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি সাইফুল ইসলাম শামীম নবীনদের স্বাগত জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। তিনি বলেন, “শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin