প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৬:২৬ এ.এম
গোপালগঞ্জ সরকারি কলেজে প্রধান সহকারীর বিরুদ্ধে নারী সহকর্মীকে শ্লীলতাহানীর চেষ্টা ও মারপিটের অভিযোগ

এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান সহকারী সফিউল আলম সিকদারের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানে চাকরিরত এক নারী সহকর্মীকে শ্লীলতাহানির চেষ্টা ও শারীরিকভাবে আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখায় এসে ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভুক্তভোগী জানান, তিনি কলেজের হিসাব রক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই প্রধান সহকারী তার প্রতি অনৈতিক আচরণ শুরু করেন। একদিন অফিসের সময় শেষে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এক শিক্ষককে দেখতে গিয়ে তিনি অভিযুক্তকে একা পান। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রধান সহকারী দরজা বন্ধ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালান। তবে ওই সময় অসুস্থ শিক্ষক এসে দরজা খুলে তাকে উদ্ধার করেন।
পরে বিষয়টি সামাজিক ও পারিবারিক মানসম্মানের কারণে গোপন রাখলেও অভিযুক্তের অনৈতিক আচরণ বন্ধ হয়নি। কয়েকদিন পর তিনি ভুক্তভোগীর ভাড়া বাসায়ও যাওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করায় তিনি তার বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেন। এক পর্যায়ে অফিসে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর ভুক্তভোগীকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কারের কাছে অভিযোগ দিলে তিনি প্রথমে তিরস্কার করেন এবং তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন। পরে আরও একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো প্রতিবেদন প্রকাশ পায়নি। এতে ভুক্তভোগীর নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ে।
ভুক্তভোগী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অফিসের পরিবেশও অস্থিতিশীল হয়ে পড়েছে। তিনি গণমাধ্যমের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযুক্ত প্রধান সহকারী সফিউল আলম সিকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অধ্যক্ষের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করবেন না।
অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার জানান, অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছিল, তবে প্রতিবেদন প্রকাশের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin