গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ক্লাস ও বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফুল, শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুনদের স্বাগত জানানো হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান নবীন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা বিভিন্ন বিভাগে ঘুরে শিক্ষার্থীদের মনোবল জোগান এবং বিশ্ববিদ্যালয়ের নীতি, শৃঙ্খলা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবীনদের উদ্দেশে বলেন, “তোমরা পরিবার ছেড়ে এখানে পড়তে এসে কখনো একাকী হবে না। গোবিপ্রবি প্রশাসন অভিভাবকের মতো তোমাদের পাশে থাকবে।”
তিনি শিক্ষার্থীদের নোংরা রাজনীতির চর্চা থেকে দূরে থেকে মনোযোগ সহকারে পড়াশোনায় মনোনিবেশের আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন,
“নবীন শিক্ষার্থীদের কেউ যদি কোনো ধরনের র‌্যাগিংয়ের শিকার হয়, সঙ্গে সঙ্গে প্রক্টরকে জানাবে। কোনো অবস্থাতেই র‌্যাগিং সহ্য করা হবে না। শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা।”
অনুষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, সুযোগ-সুবিধা ও একাডেমিক পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।
গোবিপ্রবি দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা আধুনিক গবেষণা ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে বদ্ধপরিকর। নবীন শিক্ষার্থীদের এই বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের পরিচয় বহন করে।