প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১:০১ পি.এম
শেরপুরে জনদুর্ভোগ লাগবে ব্যাক্তিগত অর্থায়নে বাঁশের সাঁকো নির্মান করে দিলেন বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী এলাকায় কাটাখালী বাঁধ ভেঙে যাওয়ায় ১২ গ্রামের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন। অবশেষে সেই দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন বিএনপি নেতা ও এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী।
গত ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পানির চাপে কাটাখালী বাঁধটি ভেঙে যায়। এতে বিলজয় সাগর, জয়লা, জালশুকা, কইগাতী, রুদ্রবাড়িয়া, আওলাকান্দি, চককল্যাণী, ভুবনগাতি, জয়নগর, গুয়াগাছি, চর কল্যাণী ও বেলগাছি গ্রামের সাথে উপজেলা ও জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাঁধ ভাঙনের কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য বাজারজাত, রোগী পরিবহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আসিফ সিরাজ রব্বানীর নজরে আসে বিষয়টি। তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় ব্যক্তিগত অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পর সাঁকোটি নির্মিত হলে মানুষের স্বাভাবিক যাতায়াত আবার শুরু হয়।
স্থানীয় কৃষক সমশের আলী জানান, বাঁধ ভাঙার পর কৃষিপণ্য পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল। সাঁকো নির্মাণের ফলে এখন স্বাভাবিকভাবে পণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে। শিক্ষার্থী সিজান সরকার, শুভ ও রফিকুল বলেন, আগে স্কুলে যেতে অনেক সময় লাগত, কিন্তু এখন সাঁকোর মাধ্যমে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে।
আসিফ সিরাজ রব্বানী বলেন, “মানুষের কষ্ট লাঘবে নৈতিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছি। তবে এটি স্থায়ী সমাধান নয়, দ্রুত একটি টেকসই বাঁধ নির্মাণে সরকারি উদ্যোগ প্রয়োজন।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ চলছে। তারা জানিয়েছেন, শুষ্ক মৌসুমে বাঁধ পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin