জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ই শিক্ষার মূল ভিত্তি’ শীর্ষক একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে। সোমবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, নির্মল চন্দ্র শীল, অদিতি বিশ্বাস এবং সহকারী ইন্সট্রাক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আসফিয়া। প্রতিযোগিতা আয়োজন করে ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব ও শিক্ষাক্ষেত্রে এর অপরিহার্য ভূমিকা তুলে ধরে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করেন। পক্ষে থাকা দল যুক্তি-তর্কে এগিয়ে থেকে প্রতিযোগিতার বিজয়ী হয়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের প্রাথমিক শিক্ষার মেরুদণ্ড, যেখানে প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ তৈরি হয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বক্তৃতা দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন। পুরো আয়োজনে এক প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ বিরাজ করে।