পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

সবুজে ঘেরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পিরোজপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৫। শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা এবং জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মতুয়া সেবাশ্রম, মাছিমপুরের উদ্যোগে এ কর্মসূচি রবিবার বিকালে সেবাশ্রম অঙ্গনে বেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয়।
কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শ্রী অসীম কুমার মজুমদার, সভাপতি শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা, অ্যাডভোকেট বিনয় ঢালী, সহসভাপতি, শ্রী সুভাষ চন্দ্র সরকার, সভাপতি জেলা কেন্দ্রীয় সেবাশ্রম, শ্রী দীনেশচন্দ্র হালদার, সহসভাপতি, শ্রী আকাশ কান্তি সেন, প্রচার সম্পাদক পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, শ্রী সুদেব কুমার মসিদ, সভাপতি ঐক্য পরিষদ পিরোজপুর, শ্রী সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা, সভাপতি পূজা উদযাপন পরিষদ পিরোজপুর পৌর শাখা, এবং শ্রী স্বপন কুমার হালদার, টুকু, সাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্যে শ্রী সুপতি হালদার চঞ্চল, সাধারণ সম্পাদক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা, বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই কর্মসূচি নিয়মিত চলবে।”
উদ্বোধনের পর জনসাধারণের মাঝে জাম, পেয়ারা, আমড়া, শিমুল, কৃষ্ণচূড়া, কাঞ্চনসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি আশ্রম প্রাঙ্গণ, সড়ক, এবং পৌর কবরস্থানের সামনেও এসব গাছ রোপণ করা হয়।
এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। উপস্থিত অনেকেই জানান, এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে।