বগুড়ার শেরপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা গ্রামে সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্ত করে জলাবদ্ধতা নিরসন করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নাছিমা, শেরপুর উপজেলা যুব নেতা মুজাহিদুল পারভেজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ হেল কাফি, সমন্বয়ক জাহিদ হাসান, জিন্নাহ, জুলাই যোদ্ধা ফরহাদসহ অনেকে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও বর্ষা মৌসুমে এর তীব্রতা বেড়ে যায়। ফলে জনজীবন অচল হয়ে পড়ে এবং অনেকেই বাড়িঘরে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত উদ্যোগ নিলে শেরুয়াবটতলার মানুষ স্থায়ীভাবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।