প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১১:০৪ এ.এম
বাইতুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি বরাদ্দ, জানালেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামীর মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা শিগগিরই গেজেট আকারে প্রকাশ হবে।
আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত— এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কনফারেন্সে সংগঠনের নেতারা ইমাম ও খতিবদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন। জবাবে ধর্ম উপদেষ্টা জানান, মসজিদ কমিটির স্বৈরাচারিতা বন্ধে ইতিমধ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই এটি মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে সংস্কারের সময় মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের অবমূল্যায়নের কোনো সুযোগ থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin