গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় বাকেরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বরিশাল–পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন হয়। এতে উপজেলার স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “সাংবাদিক হত্যা মানে সত্যকে হত্যা, সাংবাদিকের কণ্ঠরোধ মানে জনগণের কণ্ঠরোধ।” তারা অভিযোগ করেন, দেশে বারবার সাংবাদিকদের ওপর হামলা, হত্যা এবং মিথ্যা মামলার ঘটনা ঘটছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এর সঠিক বিচার হয় না। এমন পরিস্থিতি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে “সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা আইন” প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। তারা আরও প্রস্তাব করেন, প্রকাশ্যে সংঘটিত হত্যা, ধর্ষণ, ডাকাতি ও ধর্ম অবমাননার মতো গুরুতর অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য কার্যকর আইন প্রণয়ন জরুরি।
আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, অপরাধীরা যেন ক্ষমতার ছায়ায় আশ্রয় নিয়ে দায়মুক্তি না পায়। সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র হবে।
উপস্থিত বক্তাদের দাবি—গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে এবং এর প্রভাব সরাসরি জনগণের মতপ্রকাশের স্বাধীনতার ওপর পড়বে।