প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৫:১৭ এ.এম
বাকৃবি পশুপালন অনুষদের নবীনদের নবীনবরণ ও ক্লাস বর্জন!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবির প্রতি সংহতি জানিয়ে অনুষদীয় নবীনবরণ অনুষ্ঠান বর্জন করেছেন।
পাশাপাশি আগামী ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সব ক্লাসও বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টায়
পশুপালন অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুষদের ৬১তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা বিকেল ২টার দিকে এক লিখিত বিবৃতির মাধ্যমে নবীনবরণে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
এর আগে আজ শনিবার বাকৃবির ছয়টি অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবীন শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে
"পশুপালন অনুষদের নবীন শিক্ষার্থীবৃন্দ (ব্যাচ-৬১) বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। আমাদের সিনিয়ররা যে এক দফা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, আমরা ব্যাচ-৬১ সেই দাবির প্রতি সংহতি ঘোষণা করছি।"
বিবৃতিতে আরও বলা হয়
"এই পরিস্থিতিতে আমাদের পক্ষে অনুষদীয় ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করা সম্ভব নয়। যতদিন পর্যন্ত এক দফা দাবির কার্যকর সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমরা ব্যাচ-৬১ আসন্ন নবীনবরণ ও সকল ক্লাস বর্জনের ঘোষণা দিচ্ছি।"
উল্লেখ্য, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা নয় দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin